- প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪১ পিএম
আহত চিল উদ্ধার, বনবিভাগের কাছে হস্তান্তর
শাকিব উল হক,
বরিশাল প্রতিনিধি
বরিশাল শহরের বেলতলা এলাকা থেকে একটি আহত চিলপাখি উদ্ধার করে সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে বেলতলার "বার্ড জুমিং" নামক দোকানে এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী আহত চিলপাখিটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। দোকানদার বন্যপ্রাণী আইন সম্পর্কে অবহিত থাকায় পাখিটি কেনার পরিবর্তে তিনি ওই শিক্ষার্থীকে দোকানে বসিয়ে রেখে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য ও রিপোর্ট৭১.কম-এর সাংবাদিক শাকিব উল হকের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য ঘটনাস্থলে পৌঁছে চিলপাখিটিকে উদ্ধার করেন এবং তা সামাজিক বন বিভাগের বরিশাল রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।
সামাজিক বন বিভাগের বরিশাল রেঞ্জের ফরেস্টার মো. আবু সুফিয়ান সাকিব বলেন, “বন্যপ্রাণী আইন অনুযায়ী বন্যপাখি ক্রয়-বিক্রয় কিংবা খাঁচায় আটকে লালন-পালন সম্পূর্ণ অবৈধ।যেহেতু পাখিটি একজন শিশু শিক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে, তাই মানবিক বিবেচনায় তাকে সতর্ক করে পরিবারের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আহত চিলটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে এবং সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই রাখা হবে।”
প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সাকিব উল হক জানান, ধারণা করা হচ্ছে পাখিটি হয়তো কোনো বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে অথবা শিকারিদের আঘাতে আহত হয়েছে।
বরিশালের প্রাণীপ্রেমীরা বলছেন, এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোকানদার যদি সচেতনভাবে বন্যপ্রাণী সুরক্ষা আইনের বিষয়টি মাথায় না রাখতেন, তাহলে হয়তো চিলটি অবৈধভাবে বিক্রি হয়ে যেত। তারা মনে করেন, বন্যপ্রাণী রক্ষায় পরিবার ও বিদ্যালয় পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।
উদ্ধারকৃত চিলটি বর্তমানে বনবিভাগের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পর প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!