শিরোনামঃ

আহত চিল উদ্ধার, বনবিভাগের কাছে হস্তান্তর


শাকিব উল হক,

বরিশাল প্রতিনিধি 


বরিশাল শহরের বেলতলা এলাকা থেকে একটি আহত চিলপাখি উদ্ধার করে সামাজিক বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে বেলতলার "বার্ড জুমিং" নামক দোকানে এক স্কুলপড়ুয়া শিক্ষার্থী আহত চিলপাখিটি বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। দোকানদার বন্যপ্রাণী আইন সম্পর্কে অবহিত থাকায় পাখিটি কেনার পরিবর্তে তিনি ওই শিক্ষার্থীকে দোকানে বসিয়ে রেখে বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য ও রিপোর্ট৭১.কম-এর সাংবাদিক শাকিব উল হকের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য ঘটনাস্থলে পৌঁছে চিলপাখিটিকে উদ্ধার করেন এবং তা সামাজিক বন বিভাগের বরিশাল রেঞ্জ অফিসে হস্তান্তর করা হয়।

সামাজিক বন বিভাগের বরিশাল রেঞ্জের ফরেস্টার মো. আবু সুফিয়ান সাকিব বলেন, “বন্যপ্রাণী আইন অনুযায়ী বন্যপাখি ক্রয়-বিক্রয় কিংবা খাঁচায় আটকে লালন-পালন সম্পূর্ণ অবৈধ।যেহেতু পাখিটি একজন শিশু শিক্ষার্থীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে, তাই মানবিক বিবেচনায় তাকে সতর্ক করে পরিবারের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আহত চিলটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে এবং সুস্থ না হওয়া পর্যন্ত এখানেই রাখা হবে।”

প্রকৃতি ও জীবন ক্লাবের সদস্য সাকিব উল হক জানান, ধারণা করা হচ্ছে পাখিটি হয়তো কোনো বৈদ্যুতিক তারে ধাক্কা লেগে অথবা শিকারিদের আঘাতে আহত হয়েছে।


বরিশালের প্রাণীপ্রেমীরা বলছেন, এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোকানদার যদি সচেতনভাবে বন্যপ্রাণী সুরক্ষা আইনের বিষয়টি মাথায় না রাখতেন, তাহলে হয়তো চিলটি অবৈধভাবে বিক্রি হয়ে যেত। তারা মনে করেন, বন্যপ্রাণী রক্ষায় পরিবার ও বিদ্যালয় পর্যায়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।


উদ্ধারকৃত চিলটি বর্তমানে বনবিভাগের তত্ত্বাবধানে সুরক্ষিত আছে এবং সম্পূর্ণ সুস্থ হওয়ার পর প্রকৃতিতে অবমুক্ত করা হবে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?