- প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৪৪ পিএম
সাংবাদিক রিচার্ডের স্মরণে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি মুশফিকুর রহমান রিচার্ডের স্মরণে দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টায় গলাচিপা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহামুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল বিভাগীয় টিম সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক মু. শাহ আলম, গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান, সাংবাদিক রিচার্ডের বাবা ও গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ গলাচিপা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছিদ্দিকুর রহমান তালুকদার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা।
সভায় সভাপতিত্ব করেন গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু. হারুন অর রশিদ এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্লা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান সাকিব।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা মো. আবুল হোসেন, জামায়াত নেতা হাবীবুর রহমান ফোরকান, বনিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সংকর লাল দাস, আমাদের সময় উপজেলা প্রতিনিধি মো. নাসির উদ্দিন, সমকালের প্রতিনিধি ও প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. কাওসার আহমেদ, প্রতিদিনের কাগজ প্রতিনিধি ও সমাজকল্যাণ সম্পাদক ইশরাত হোসেন মাসুদ, প্রেসক্লাবের সহ সভাপতি মো. মনিরুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি ও কার্যনির্বাহী সদস্য মাজহারুল ইসলাম মলি, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি ও দপ্তর সম্পাদক আরেফিন লিমন প্রমুখ।
এসময় আলোচনা সভায় বক্তারা রিচার্ডের বর্ণাঢ্য জীবনের স্মৃতি তুলে ধরেন। তারা বলেন, রিচার্ড ছিলেন নির্ভীক সাংবাদিক ও ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। তিনি মানুষের জন্য কাজ করে গেছেন। তার চলে যাওয়া শুধু পরিবারের নয়, সমাজের জন্যও অপূরণীয় ক্ষতি। রিচার্ডের স্মৃতি আমাদের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. তাওহীদুল ইসলাম।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় কাউনিয়া কলেজে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরিবহন ব্যবস্থায় চরম বিশৃঙ্খলা ও সংকট বিরাজ করছে বলে অভিযোগ উঠেছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রায়...
-
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধিবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মৃত্তিকা, পানি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিনকে নিয়ে...
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : ৩ দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে গোপালগঞ্জের সব প্রাথমিক বিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!