শিরোনামঃ

বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে শহরের কুকুরদের rabies টিকা প্রদান শুরু।


বরিশাল প্রতিনিধি:

বরিশাল শহরের অবহেলিত পথকুকুরদের সুরক্ষা নিশ্চিত করতে র‍্যাবিস প্রতিরোধে ভ্যাকসিন প্রদান কার্যক্রম চালাচ্ছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। জনসাধারণের স্বাস্থ্য নিরাপত্তা এবং প্রাণিকল্যাণ নিশ্চিত করতে এই কার্যক্রম শুরু হয়েছে গত ২৫ জুন থেকে।

বিশেষজ্ঞদের মতে, র‍্যাবিস একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ যা আক্রান্ত প্রাণীর কামড় বা আঁচড়ে মানুষের শরীরে প্রবেশ করে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাই এই ভ্যাকসিন কার্যক্রম শুধু কুকুরদের সুরক্ষায় নয়, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নগরীর বিভিন্ন ওয়ার্ডে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে পথকুকুরদের র‍্যাবিসের টিকা প্রদান করা হচ্ছে। সিটি করপোরেশনের এই উদ্যোগে সহায়তা করছে প্রাণিসম্পদ অধিদপ্তর এবং স্বেচ্ছাসেবী ও সহযোগী সংগঠন হিসেবে কাজ করছে ‘অ্যানিমেল ওয়েলফেয়ার অফ বরিশাল’।


সিটি করপোরেশন জানিয়েছে, এই কার্যক্রম চলবে ধারাবাহিকভাবে, এবং সকল ওয়ার্ডে কুকুরদের টিকা নিশ্চিত করা হবে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে যেন কেউ কুকুরদের প্রতি অমানবিক আচরণ না করেন।

‘অ্যানিমেল ওয়েলফেয়ার অফ বরিশাল’ এর এক স্বেচ্ছাসেবক জানান,“আমরা নিয়মিতভাবে বরিশালের পথপ্রাণীদের নিয়ে কাজ করি। এই ভ্যাকসিনেশন কর্মসূচিতে অংশ নিতে পারা আমাদের জন্য গর্বের বিষয়।”

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?