- প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ০৫:০২ পিএম
বাকেরগঞ্জে আসমা হত্যার ঘটনায় স্বামী ও মেয়েকে গ্রেফতার
বাকেরগঞ্জ (বরিশাল)সংবাদদাতা:
বরিশালের বাকেরগঞ্জে আসমা হত্যার ঘটনায় স্বামী ও সৎ মেয়েকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৬ জুলাই) সকালে বাকেরগঞ্জ থানার পক্ষ থেকে আসমা বেগমের স্বামী আবুল হোসেন (৫৫) ও সৎ মেয়ে সাকিবা (২৫) কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে বাকেরগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক (এস আই) রফিকুল ইসলাম তাদেরকে নারায়ণগঞ্জ থেকে আটক করে বাকেরগঞ্জ থানায় নিয়ে আসে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাকেরগঞ্জ থানা সূত্রে জানা যায়, চলতি বছরের
১৭ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলার কলসকাঠী গ্রামে আসমা বেগম (৫৫) নামে একজন গৃহবধুকে গলা কেটে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। ওইসময় নিহতের স্বামী আবুল হোসেন জানান, তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বড় ছেলে আছিম বিল্লাহ বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রফিকুল ইসলাম বলেন, তদন্ত করতে গিয়ে নিহত আসমার স্বামী ও সৎ মেয়ের অসংলগ্ন কথাবার্তা ও প্রাথমিকভাবে হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, আসমা বেগম হত্যার ঘটনায় তার স্বামী ও সৎ মেয়েকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রাথমিকভাবে তাদের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##
এই বিভাগের আরো খবর
-
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের কৃষানী মঞ্জু মন্ডল (৫৫)। এবছর স্বামীর সাথে ৩ বিঘা...
-
আব্দুল্লাহ আর রাফি, গোবিপ্রবি প্রতিনিধিঃ-গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল (৭...
-
ওয়াহিদ-উন-নবী,ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্বে ক্ষোভ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!