- প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৫ ১০:১৩ এএম
যশোরে সন্ত্রাসী রাতিনের হাতে ছাত্রদল নেতা সোহানুর ছুরিকাহত
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:
যশোরে সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান (২৫)-এর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে যশোর শহরের আশ্রম রোডে তুহিনের ভাংড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় সোহান আশ্রম রোড এলাকায় অবস্থান করছিলেন। সেসময় স্থানীয় যুবলীগ নেতা তুহিনের ছেলে রাতিন (২১) হঠাৎ সোহানের ওপর ছুরি দিয়ে হামলা চালায়। এতে সোহান পেটের নিচের উভয় পাশে গুরুতরভাবে রক্তাক্ত জখম হন।
সহযোগীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। আহত সোহানুর রহমান সোহান যশোর সিটি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং শহরের বারান্দিপাড়া এলাকার মশিয়ার রহমানের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, এর আগে রাতিনের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার আমলে তিনি ক্ষমতার প্রভাব দেখিয়ে এলাকায় নানা অপকর্ম করতেন। তার বাবা তুহিন স্থানীয় যুবলীগ নেতা, তার বিরুদ্ধেও দুর্নীতি ও চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।
এদিকে ঘটনার পরপরই যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহানুর রহমান সোহানকে দেখতে যান খুলনা বিভাগীয় বিএনপি’র ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি রাত ৮টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছে সার্জারি ওয়ার্ডে আহত নেতার খোঁজখবর নেন ।
এই বিভাগের আরো খবর
-
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর নামক স্থানে (বরিশাল-কুয়াকাটা মহাসড়কে) ট্রাক চাপায় নবীন হালদার (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত...
-
স্টাফ রিপোর্টারঃরূপান্তর আস্থা প্রকল্পের আওতায় বরগুনা জেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!