শিরোনামঃ

রাস্তার মধ্যে নির্মানাধীন দেয়াল অপসারণ



গৌরনদী(বরিশাল) প্রতিনিধি:


বরিশালের গৌরনদীতে রাস্তার ওপর ইটের দেয়াল নির্মান করায় অবরুদ্ধ হয়ে পরেছিলো ২০টি পরিবার। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নির্মানাধীন সেই দেয়াল ভেঙ্গে দিয়েছে প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. মেহেদী হাসান রোববার দুপুরে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার ওপর থেকে দেয়াল অপসারণ করে দেন।


এসময় তিনি জানান, পৌরসভার অনুমতি না নিয়ে কামাল হোসেন নামের এক ব্যক্তি জনসাধারণের চলাচলের পথ বন্ধ করে দেয়াল নির্মাণ করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির স্যারের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তার মধ্যে দেয়াল নির্মানের সত্যতা পাওয়া যায়।পরে অভিযান চালিয়ে দেয়াল অপসারন করে দেয়া হয়।


ওই গ্রামের বাসিন্দা মিজানুর রহমান, মাওলানা নুরুজ্জামান, দেলোয়ার হোসেনসহ একাধিক বাসিন্দারা অভিযোগ করে বলেন, তিখাসার গ্রামের পাইকবাড়ি সংলগ্ন এলাকার প্রায় ২০টি পরিবারের চলাচলের দীর্ঘদিনের একমাত্র রাস্তায় দেয়াল নির্মান করেন স্থানীয় বাসিন্দা প্রবাসী কামাল সরদার। এতে ২০টি পরিবার অবরুদ্ধ হয়ে পরেন।বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসককে লিখিতভাবে অবহিত করা হয়।পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে থানার ওসি উভয়কে নিয়ে থানায় বসে রাস্তা ব্যবহারের পক্ষে রায় ঘোষণা করেন। এরপরও প্রবাসী কামাল ক্ষমতার জোর দেখিয়ে রাস্তা বন্ধ করে দেয়াল নির্মান করেন। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর দেয়াল অপসারন করেন প্রশাসন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?