- প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৫ ০৬:২৫ পিএম
কুমিল্লায় সবুজ গাছের চারা হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে ৫০০ শিক্ষার্থীর শপথ।
কুমিল্লায় গাছের চারা হাতে নিয়ে মাদককে লাল কার্ড দেখিয়ে দেশপ্রেমের শপথ নিয়েছে ৫০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের জমানো টিফিনের টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিনামূল্যে বিতরণ করছেন বলে জানা গেছে।
বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
এসময় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ, চান্দিনা প্রেসক্লাবের সভাপতি রণবীর ঘোষ কিংকর, শিক্ষক ফজলুল হক, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সম্পাদক ডাঃ আশরাফ উদ্দিন নিলয়, সংগঠনের উপদেষ্টা শাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য সুবির দেব সৈকত, দেবিদ্বার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসাইন, চান্দিনা শাখার প্রচার সম্পাদক শাকিল মোল্লা, সদস্য সুজন ও আরমান।
শিক্ষার্থীরা গাছের চারা হাতে নিয়ে মাদকের বিরুদ্ধে শপথ নেন। শিক্ষার্থীদের ভালো মানুষ হতে ও দেশপ্রেমে জাগ্রত হতে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, সংগঠনটির সব সদস্য শিক্ষার্থী। তারা এক দিনের টিফিনের জমানো টাকায় গাছের চারা কিনে সারাদেশে বিতরণ করছেন। দেশের বিভিন্ন জেলায় গাছের চারা বিতরণ কর্মসূচি চলমান। তারা এ বছর ইতিমধ্যে বিনামূল্যে ৪৫ হাজার গাছের চারা বিতরণ শেষ করেছেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মন...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজ এর পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি সাংবাদিক জাহিদ রিপন আর...
-
রিয়াজুল হক সাগর, রংপুর । সারাদেশে( ৯ জানুয়ারি) প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিকে ঠাকুরগাঁও জেলার পৌরশহরের কালেক্টর পাবলিক স্কুল...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!