শিরোনামঃ

ওসমানীনগরে ৩টি উঠান বৈঠক  অনুষ্ঠিত



হেলাল আহমদ, বালাগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে ওসমানীনগর উপজেলার কলারাই গ্রামে ৩টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪আগষ্ট ২০২৫ইং আয়োজিত  উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  সিলেট জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, সিনিয়র সহকারী জজ বিশ্বেশ্বর সিংহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান। আলোচনায় অংশ গ্রহন করেন তথ্য অফিসের ঘোষক লেবাস উদ্দিন, নিরাপদ সভাপতি শাহাব উদ্দিন শাহিন। ১ম উঠান বৈঠক আব্দুল মতিনের বাড়ীতে অনুষ্টিত হয়। সভাপতিত্ব করেন দলনেত্রী তানিসা আক্তার ইপি। সভা পরিচালনা করেন দলনেত্রী সাবিনা বেগম। ২য় উঠান বৈঠক অনুষ্ঠিত হয় আছনুর মিয়া’র বাড়ীতে। সভাপতিত্ব করেন দলনেত্রী মরিয়ম বেগম। সভা পরিচালনা করেন দলনেত্রী সালমা বেগম। ৩য় উঠান বৈঠক অনুষ্টিত হয় কিতাব আলীর বাড়ীতে। সভাপতিত্ব করেন দলনেত্রী সায়মা বেগম। পরিচালনা করেন দলনেত্রী আকলিমা সুলতানা রিংকী। উঠান বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, বাল্য বিয়ে, কর্মসংস্থান, পারিবারিক সহিংসতা, মামলা, লিগ্যাল এইড কার্যক্রম, নিয়ে আলোচনা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?