শিরোনামঃ

জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


মোঃ সাইফুল ইসলাম আকাশ 

নিজস্ব  প্রতিবেদক: 

ভোলায় জুলাই গণঅভ্যূত্থান দিবস উপলক্ষে সকাল ৯ টায় ভোলা জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই গণঅভ্যূত্থানে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান,ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরিফুল হক।

শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের কবর জিয়ারত,মোনাজাতের মাধ্যমে তাদের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, খোঁজখবর নেন এবং বিভিন্ন সরকারি সহায়তা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন

ভোলা জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান  বলেন,জুলাই শহীদদের নাম সরকারিভাবে শহীদ তালিকাভুক্ত হয়েছে এবং ইতোমধ্যে গেজেট প্রকাশিত হয়েছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের কবর প্রাচীর দিয়ে ঘেরা ও সুরক্ষিত করা হবে এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা নিহত-আহত হয়েছে তাদের পরিবারে পাশে সবসময় জেলা প্রশাসক থাকবে বলেও জানান যে জেলা প্রশাসক।

ভোলা জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক বলেন, “জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দায়ের হওয়া মামলাগুলো গুরত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে,জেলা পুলিশের পক্ষ থেকে যে কোন প্রকার সহযোগিতা তাদেরকে করা হবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, দোয়া মাহফিল, শহীদ স্মরণে বিশেষ প্রার্থনা এবং চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?