শিরোনামঃ

জেলের স্বীকৃতি চায় নারী জেলেরা

বরিশালে নারী জেলেদের সক্ষমতা বৃদ্ধির লক্ষে বরিশালে দিনব্যাপী ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

জেলে নারীদের সামাজিক, অর্থনৈতিক, আইনি এবং প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জগুলি চিহ্নিত করা এবং অগ্রাধিকার দিয়ে এই সভা সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চাষী পতাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রিপোর্ট একাত্তর ডটকমের প্রকাশক সাইদুর রহমান পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনহ্যান্সিং ইনফরমেশন এন্ড ইনক্লুশন এব ফিশারফোক উইমেন, স্পেশালি দ্যা মান্থা কমিউনিটি প্রকল্পের সমন্বয়কারী মহানন্দ দাস।



প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন জেলে সমিতির সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসেন সোহেল।

প্রশিক্ষণে কনসালন্টে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেহেরাব হোসেন।

চন্দ্রদীপ ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড ফ্যাসিলেটেটর আসমানি পারভিন, রিপোর্ট একাত্তর ডটকমের লিড কনটেন্ড গৌরব কর্মকার ও অ্যাডভোকেসি স্পেসালিস্ট মো: সাহফুর বকতিয়ার। 

ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল ১৯ এর সহোযোগিতায় এবং দি ইউরোপিয়ান ইউনিয়ন’র অর্থায়নে প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটি, রিপোর্ট৭১ডটকম এবং সামাজিক উন্নয়ন সংস্থা।

সভা থেকে নারীরা নদী থেকে মাছ ধরার পেশার স্বীকৃত দাবী জানান।

পাশাপাশি তারা ভিজিএফ/ভিজিডি কার্ড, বিধবা ভাতা, বা দুর্যোগ ত্রাণের মতো সুবিধার দাবী জানান। তারা বলেন, আমাদের জীবিকার নিরাপত্তা চাই। মৌসুমি নিষেধাজ্ঞা, ঝড়, অথবা নদী ভাঙন তাদের আয়ের উপর প্রভাব ফেলে। তাই তারা বিকল্প পেশার দাবী জানিয়েছেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?