শিরোনামঃ

নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়েগে  অনিয়মের অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জেবুন নেছার বিরুদ্ধে। এ অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ডিলার হিসেবে নিয়োগ পেতে আবেদনকারী উপজেলার কুশাঙ্গল ইউনিয়নের বনমাইল এলাকার আশ্রাব আলী খানের পুত্র মো.দুলাল খান সহ আরো অনেকে। 

মো.দুলাল খান জানান, খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় উপজেলার সকল ইউনিয়নে ডিলার নিয়োগের জন্য গত ২৬ শে ফেব্রæয়ারি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন নলছিটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচী। বিজ্ঞপ্তিতে ডিলার হিসেবে নিয়োগ পেতে আগ্রহীদের নলছিটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদস্য সচিব উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচী এর কক্ষে রক্ষিত বাক্সে ১০ই মার্চ ২০২৫ দুপুর ১টার মধ্যে আবেদন জমা দেওয়ার কথা উল্লেখ থাকলেও ওই সময়ের মধ্যে নিজের পছন্দের লোক আবেদন জমা না দেওয়ায় দুপুর ১:২৩ মিনিট পর্যন্ত আপেক্ষ করেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। পরবর্তীতে উপস্থিত জনতা এবং সাংবাদিকরা এ নিয়ে প্রশ্ন তুললে দুপুর ১:২৩ মিনিটে বাক্সে মুখ বন্ধ করে কর্তৃপক্ষ। যার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত ১০ই মার্চ আবেদন জমা নেওয়ার পর প্রায় ৩ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষ এ বিষয়ে কোন সিদ্ধান্ত গ্রহন করেননি বলে ক্ষোভ প্রকাশ করে ডিলার নিয়েগের নতুন করে  আবেদন জমা নেওয়া দাবী জানান অভিযোগকারীরা। এ ছাড়া তিনি নলছিটিতে যোগদানের পর থেকেই নানা অনিয়ম করে আসেছেন এবং চলমান সরকারি ধান ক্রয়েও অনিয়ম ও ঘুষ বানিজ্যের কথাও জানান দুলাল খান।

নলছিটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও খাদ্যবান্ধব কর্মসূচীর সদস্য সচিব জেবুন নেছা অভিযোগ অস্বীকার করে জানান, সবকিছু নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?