- প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৩ পিএম
গোপালগঞ্জ পলিটেকনিক ইউনিষ্টিটিউটে দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পলিটেকনিক ইউনিষ্টিটিউটে দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগীতায় গোপালগঞ্জ পলিটেকনিক ইউনিষ্টিটিউট এ দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজন করে।
আজ সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা। এতে বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. সুশীল কুমার পাল। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা প্রতিযোগিতার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কার্যক্রমে উৎসাহ যোগান।
এ দক্ষতা এবং উদ্ভাবন প্রতিযোগিতায় ইউনিষ্টিটিউটের ১৩টি দল অংশ নেন। শিক্ষার্থীরা নানা ধরনের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
এসময় তাদের উল্লেখযোগ্য তৈরীকৃত উদ্ভাবনী ওভার হেড লাইন ফল্ট ডিটেক্টর, হাউজ ওয়ারিং, স্টার ডেল্টা থ্রি ফেজ মটর কন্ট্রোল, অটোমেটিক ট্রিট লাইট কন্ট্রোল, স্টুডেন্টস রেজাল্ট অ্যানালাইসিস সিস্টেম, মাল্টি লয়ার এনার্জি ড্রিঙ্কস লয়ার এনার্জি ড্রিঙ্কস, মাল্টি লয়ার ফ্রুটস মিক্সড জেলি, ট্রান্সমিশন লাইন সিস্টেম উইথ স্যার প্রটেকশন, আইওটি অটোমেশন সিস্টেম, ডিজিটাল নোটিশ বোর্ড, মাল্টি ফাঙ্কশনাল ফুড চেম্বার, হামেটিফিকেশন এন্ড টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম প্রদর্শন করেন।
শিক্ষার্থীদের উপস্থাপিত এসব উদ্ভাবনী প্রকল্পের মধ্যে থেকে ৩টি দল বিজয়ী হিসেবে নির্বাচিত হবে, যারা পরবর্তী ধাপে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পাবে।
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান, সৃজনশীলতা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। #
এই বিভাগের আরো খবর
-
ভোলা প্রতিনিধি:সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেনকে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রবিবার ১৮সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণে বেগম রহিমা ইসলাম কলেজে...
-
নিজস্ব প্রতিবেদনক:আদালতের ১৪৪ ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞার নির্দেশকে উপেক্ষা করে তৃতীয়বারের মতো ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে ২০টি...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বাংলা ট্রিবিউন ও দৈনিক আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম রিগ্যান এর নির্যাতনের অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!