- প্রকাশিত: ২৬ জুন ২০২৫ ০৫:১৪ পিএম
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন
মাসুদ রেজা ফয়সালঃ
অদ্য ২৬ জুন ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বরগুনা জেলার বামনা উপজেলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। দিবস উপলক্ষে শুরুতে উপজেলা চত্বর থেকে বর্নাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। রেলি শেষে উপজেলা চত্বরে পরিবেশ রক্ষায় গাছ লাগানো কর্মসূচি ও আলোচনা সভা করা হয়। আলোচনা শেষে ব্যবসায়ীদের মাঝে পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ব্যাগ বিতরণ করা হয়। উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাঃ নিকহাত আরা।আরো উপস্থিত ছিলেন বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বামনা সদর ২নং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আঃ জলিল খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল খান, সুন্দরবন সাংবাদিক ফোরামের সদস্য মোঃ নাসির উদ্দিন মোল্লা, প্রদেশ মজুমদার, নাগরিক প্লাটফর্মের সদস্য মোঃ মাসুদ রেজা ফয়সাল ও উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ।
উল্লেখ্য এই প্রকল্পের অধীনে ১৭ টি উপজেলায় ১৭ টি যুব নেটওয়ার্ক কাজ করে। তারা প্রতিটি এলাকায় তাদের প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক বর্জের ক্ষতিকর প্রভাব এবং দূষণ প্রতিরোধে করণীয় সম্পর্কে সমাজের বিভিন্ন সম্প্রদায় এবং গন্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করা সহ নানা রকম সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে।
এই বিভাগের আরো খবর
-
ভোলা প্রতিনিধি:সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেনকে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রবিবার ১৮সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণে বেগম রহিমা ইসলাম কলেজে...
-
নিজস্ব প্রতিবেদনক:আদালতের ১৪৪ ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞার নির্দেশকে উপেক্ষা করে তৃতীয়বারের মতো ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে ২০টি...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বাংলা ট্রিবিউন ও দৈনিক আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম রিগ্যান এর নির্যাতনের অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!