- প্রকাশিত: ২১ জুন ২০২৫ ০৮:৩৬ পিএম
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা শুরু
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়েছে।
শনিবার (২১ জুন) দুপুর আড়াইটায় যবিপ্রবি শরীরচর্চা শিক্ষা দপ্তরের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেশিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শরীরচর্চা দপ্তরের পরিচালক ড. মোঃ রাফিউল হাসানের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. হোসেন আল মামুন বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্য, নেতৃত্ব ও পারস্পরিক বন্ধন সৃষ্টি করে। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকেই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং এ ধরনের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করাটা অনেক জরুরী। খেলায় পুরস্কার অর্জন করাটা বড় বিষয় না, অংশগ্রহণই মুখ্য। পড়াশোনার পাশাপাশি অন্য বিষয়ে দক্ষতা থাকলে চাকরির বাজারে এগিয়ে থাকা যায়।
এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ আব্দুল হালিম, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ-হেল কাফি, সহকারী পরিচালক মোঃ আব্দুল ওয়াহেদ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর মো. রায়হান রাকিব, উজ্জ্বল চন্দ্র সূত্রধর ও মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এই বিভাগের আরো খবর
-
ভোলা প্রতিনিধি:সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট পারভেজ হোসেনকে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা। রবিবার ১৮সেপ্টেম্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণে বেগম রহিমা ইসলাম কলেজে...
-
নিজস্ব প্রতিবেদনক:আদালতের ১৪৪ ও ১৪৫ ধারার নিষেধাজ্ঞার নির্দেশকে উপেক্ষা করে তৃতীয়বারের মতো ফের দেয়াল নির্মান করে আটকে দেওয়া হয়েছে ২০টি...
-
আবু তাহের, সদর উপজেলা (যশোর) প্রতিনিধি:যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম...
-
রিয়াজুল হক সাগর, রংপুর ।বাংলা ট্রিবিউন ও দৈনিক আজকের পত্রিকার কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক মোঃ আরিফুল ইসলাম রিগ্যান এর নির্যাতনের অভিযোগে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!