শিরোনামঃ

বেরোবিতে নিয়ন ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা


মিনহাজুর রহমান মেহেদী,  বেরোবি প্রতিনিধি 


রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এর নিয়ন ক্লাবের ২০২৫-২৬ সালের জন্য নতুম কার্যনির্বাহী কমিটি   ঘোষণা করেছে। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন  আরিফুল ইসলাম  এবং সাধারণ সম্পাদক সাদমান সাকিব।



নবগঠিত কমিটি এর অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, 

সহ-সভাপতি হিসেবে  আদনান কিবরিয়া শানু  এবং মোঃ নাইমুর রহমান,  সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন  তাসকিয়া তাবাস্সুম  এবং ছাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ আমিনুর রহমান। 


সংগঠন এর দপ্তর সম্পাদক হয়েছেন   মো: আল ফাহিম,

বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন অর্দাতুন নাঈম,

লিগ্যাল অ্যাফেয়ার্স সেক্রেটারি  হয়েছেন মুহাম্মাদ আলী। 


মিডিয়া ও প্রকাশনা সম্পাদক এর দায়িত্ব পালন করবেন নোশিন তাবাসসুম পুষ্পিতা, অর্গানাইজিং সেক্রেটারি হিসেবে রয়েছেন মোছা: নাজিফা তাসনিম,

ইভেন্ট ম্যানেজার হিসেবে রয়েছেন জয় বিশ্বাস এবং জুনিয়র অর্গানাইজার ও এডিটর হিসেবে রয়েছেন মোঃ রোকনুজ্জামান। 


নবনির্বাচিত  সভাপতি মোঃ আরিফুল ইসলাম বলেন,

"NEON CLUB গঠনের মূল লক্ষ্য ছিল রসায়ন বিভাগের শিক্ষার্থীদের একাডেমিক দক্ষতার পাশাপাশি নেতৃত্ব, উদ্যোগ ও বাস্তবমুখী চিন্তাভাবনায় উৎসাহিত করা।

প্রতিষ্ঠালগ্ন থেকে ক্লাবটি নানা সীমাবদ্ধতার মধ্যেও এগিয়ে গেছে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দলগত প্রচেষ্টায়।

আমি বিশ্বাস করি, NEON ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য একটি গঠনমূলক ও অনুপ্রেরণাদায়ক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাবে।" 


অন্যদিকে,  সাধারণ সম্পাদক সাদমান সাকিব বলেন, 

"বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত নিয়ন ক্লাব একটি জ্ঞানভিত্তিক সংগঠন, যা একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে থাকে। 


আমাদের ক্লাবের মূল লক্ষ্য হলো সেমিনার, কুইজ, আইডিয়া জেনারেশন ও প্রবলেম সলভিংয়ের মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের রসায়নের বাস্তব ক্ষেত্র সম্পর্কে অবহিত করা এবং বিভিন্ন সমস্যার সমাধানে নতুন ভাবনা তুলে ধরা।

এই লক্ষ্যে প্রথমবারের মতো আমরা আয়োজন করি Neon Fest 1.0, যেখানে দেশ-বিদেশের জব সেক্টরভিত্তিক সেমিনার, ইনোভেটিভ আইডিয়া প্রেজেন্টেশন ও কুইজসহ অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হয়। শীঘ্রই আমরা ক্লাবের পক্ষ থেকে এবং সম্মানিত শিক্ষকদের সহায়তায় বিভিন্ন শিল্পকারখানায় সরাসরি পরিদর্শনের উদ্যোগ নিতে যাচ্ছি, যেনো শিক্ষার্থীরা বাস্তব রসায়ন জগৎ সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পায় এবং অনুপ্রাণিত হয়।

আমাদের এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার জন্য রসায়ন বিভাগের সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় নিয়ন ক্লাব একদিন রসায়ন বিভাগকে একটি উদ্ভাবনী ও গবেষণাভিত্তিক শিক্ষাকেন্দ্রে রূপান্তর করতে পারবে—এই আশা করি" 


রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আব্দুল লতিফ বলেন, 

"একাডেমিক পড়াশোনার পাশাপাশি রসায়ন বিভাগের শিক্ষার্থীদের গবেষণার বিষয়ে আগ্রহী করে গড়ে তোলা ভবিষ্যৎ বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত করে তোলা এবং রসায়নের চাকরির বাজার এবং সম্প্রতিক বিষয়ে জ্ঞান এবং পরামর্শ প্রদানের জন্য প্রতিষ্ঠিত নিয়ন ক্লাবের যাত্রা শুভ এবং সুন্দর হোক এই কামনা করি।" 


আবার রসায়ন বিভাগের অধ্যাপক ড. বিজন মোহন চাকী  বলেন, 

"পুঁথিগত বিষয়ের বাইরে নিজেদের জ্ঞান ও দক্ষতার উৎকর্ষ সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই NEON CLUB ইতোমধ্যে বেশ কয়েকটি উদ্যোমী কার্যক্রম গ্রহণ করেছে। আমি আশা রাখি, NEON CLUB রসায়ন বিভাগের শিক্ষার্থীদের জন্য গভীর জ্ঞান ও সামাজিক দায়বদ্ধতা ভিত্তিক উচ্চশিক্ষা, গবেষণা এবং রসায়ন ভিত্তিক ক্যারিয়ার গঠনে আরো অনেক সৃজনশীল ভূমিকা পালন করবে। সংগঠনের প্রতি শিক্ষার্থীদের আন্তরিকতা তাদের রসায়ন বিভাগের প্রতি দায়িত্ববোধ এবং ভালবাসার প্রমাণ। রসায়ন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা গঠিত NEON CLUB এর উত্তোরোত্তর সাফল্য কামনা করি। " 


পরিশেষে সংগঠনটির প্রতিষ্ঠাতা আল-মুকতাদির কাব্য বলেন, "নিয়ন ক্লাব প্রতিষ্ঠার ভাবনাটি আসে খুব সাধারণ একটি চিন্তা থেকে—রসায়ন শুধু বইয়ের ভেতর সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনে কতটা প্রভাব ফেলতে পারে, তা শিক্ষার্থীদের সামনে তুলে ধরা। আমাদের অনেকের মাঝেই ছিল আগ্রহ, কিন্তু ছিল না একটি প্ল্যাটফর্ম। সেই শূন্যতাকে পূরণ করতেই শুরু হয়েছিল নিয়ন ক্লাবের পথচলা। 


শুরুটা সহজ ছিল না। একটি ক্লাব গঠন, এর লক্ষ্য ও কার্যক্রম নির্ধারণ, শিক্ষার্থীদের সম্পৃক্ত করা এবং সবচেয়ে বড় কথা, সকলের আস্থা অর্জন—এই সবকিছুই ছিল চ্যালেঞ্জিং। তবে আমি সৌভাগ্যবান, কারণ শুরু থেকেই কিছু উদ্যমী সহপাঠী ও জুনিয়র এবং হেল্পফুল সিনিয়রদের পাশে পেয়েছি, যারা ক্লাবকে শুধু একটি নাম নয়, একটি গতিশীল সংগঠনে রূপ দিতে সহায়তা করেছে।

প্রথমবারের মতো Neon Fest 1.0 আয়োজন আমাদের জন্য একটি মাইলফলক ছিল। দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অংশগ্রহণ, চাকরিক্ষেত্রভিত্তিক সেশন, নতুন আইডিয়ার প্ল্যাটফর্ম তৈরি—সব কিছুই শিক্ষার্থীদের মাঝে অন্যরকম উদ্দীপনা তৈরি করেছে। একজন প্রতিষ্ঠাতা হিসেবে সবচেয়ে বড় অর্জন আমার কাছে একটি শক্তিশালী, স্বপ্নবান শিক্ষার্থী কমিউনিটি তৈরি করা, যারা নিজেদের দক্ষতা, নেতৃত্ব ও চিন্তাশক্তি দিয়ে আগামী দিনে রসায়ন বিভাগকে দেশের অন্যতম গবেষণাভিত্তিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে—এই বিশ্বাসই আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।

এই যাত্রায় যাঁরা সহযোগিতা করেছেন—বিশেষ করে আমাদের শিক্ষকবৃন্দ ও ক্লাবের প্রতিটি সদস্য—তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নিয়ন ক্লাব এখন শুধু একটি ক্লাব নয়, এটি আমাদের স্বপ্নের প্রতিচ্ছবি।" 


উল্লেখ্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়ন ক্লাব ২০২৪ সালের মে মাস থেকে রসায়ন প্রেমিক শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করেন।  এটি সংগঠন এর ২য় কার্যনির্বাহী কমিটি। 



এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?